ইউরোপে বাড়ছে টাইগার মশার বিস্তার

মশার এই প্রজাতিটি ‘এডিস অ্যালবোপিক্টাস বা এশিয়ান টাইগার মসকিউটোস’ নামে পরিচিত। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৪ | ২২:০৭
ফ্রান্স, স্পেন, গ্রিসসহ ইউরোপের ১৩ দেশে বিশেষজ্ঞরা মশার এমন প্রজাতি শনাক্ত করেছেন, যেগুলো ডেঙ্গুজ্বর, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো রোগের বিস্তারের জন্য দায়ী। মশার এই প্রজাতিটি ‘এডিস অ্যালবোপিক্টাস বা এশিয়ান টাইগার মসকিউটোস’ নামে পরিচিত। খবর বিবিসির।
জলবায়ু পরিবর্তনের কারণে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হওয়ায় মশার এই প্রজাতিটি ইউরোপে ছড়িয়ে পড়ছে বলে জানায় ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)।
আগামী মাসের শেষ দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস শুরু হতে চলেছে। তখন সারাবিশ্ব থেকে লাখ লাখ মানুষ প্যারিসে আসবেন। সে সময় ইউরোপজুড়ে আরও দ্রুত মশার বিস্তার ঘটার উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ইসিডিসি। কর্তৃপক্ষ এরই মধ্যে প্যারিসের বিভিন্ন এলাকায় মশা বিস্তারের ওপর নজর রাখছে এবং সেগুলো ধরে পরীক্ষা করা শুরু করেছে। তারা স্থানীয় লোকজনের বাগান ও বারান্দায় পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ, জমে থাকা স্বচ্ছ পানিতে এ ধরনের মশা বংশবিস্তার করে। দুই দশক ধরে ইউরোপে বড় হুমকিতে পরিণত হচ্ছে মশা। বিশেষ করে বিশ্বে মশার সবচেয়ে প্রাণঘাতী প্রজাতি এডিস অ্যালবোপিক্টাস দক্ষিণ ইউরোপ থেকে এখন পুরো ইউরোপে ছড়িয়ে পড়ছে।