এমপি আনার হত্যা
সিয়ামকে রিমান্ড শেষে ১৩ দিনের জেল হেফাজত

সিয়াম হোসেন। ছবি: সংগৃহীত
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৪ | ২০:৫১
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেনকে ১৩ দিনের বিভাগীয় হেফাজতের (জেল হেফাজত) নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। ভারতের সিআইডির ১৪ দিনের রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে তোলা হলে এই নির্দেশ দেওয়া হয়।
এদিন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা ও দায়রা আদালতে আনা হয় সিয়ামকে। জেল হেফাজত শেষে আগামী ৫ জুলাই ফের তাকে আদালতে তোলা হবে। একই দিনে হত্যাকাণ্ডে আরেক অভিযুক্ত কসাই জিহাদকেও আদালতে তোলা হবে। আলোচিত এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত এই দু’জনকেই গ্রেপ্তার করেছে ভারতের সিআইডি।
গত ৭ জুন বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা), ২০১ (তথ্য-প্রমাণ লোপাট) এবং ৩৪সহ (সংঘবদ্ধভাবে অপরাধমূলক কাজ সংঘটিত করা) একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়।
৩৩ বছর বয়সী সিয়ামের বাড়ি ভোলায়। হত্যাকাণ্ডের পর থেকে বনগাঁ এলাকায় আত্মগোপন করেছিল সে। গত ১৩ মে কলকাতার নিউ টাউনের অভিজাত সঞ্জিভা গার্ডেন্সে এমপি আনারকে হত্যা করা হয় বলে অভিযোগ। মনে করা হচ্ছে, তাঁকে খুন ও খণ্ড-বিখণ্ড লাশ লোপাটের কাজে যুক্ত ছিল সিয়াম।