ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতীয় লোকসভা

স্পিকার পদে বিড়লাকে মনোনয়ন দিয়েছে মোদি সরকার

স্পিকার পদে বিড়লাকে মনোনয়ন দিয়েছে মোদি সরকার

ওম বিড়লা। ছবি- আনন্দবাজার

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ১৪:৩০

লোকসভার স্পিকার পদে ওম বিড়লাকে মনোনয়ন দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সর্বশেষ লোকসভার স্পিকারও তিনিই ছিলেন। খবর এনডিটিভির

সূত্র জানায়, ভারতের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিড়লা। এদিকে তার বিপরীতে কে সুরেশকে প্রার্থী হিসেবে মনোয়ন দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদল ইন্ডিয়া জোট। লোকসভার সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোট যার পক্ষে যাবে তিনিই হবেন এবারের লোকসভার স্পিকার।

এর আগে ২০১৪ ও ২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতার কারণে স্পিকার পদে বিজেপি মনোনীত প্রার্থী সুমিত্র মহাজন ও ওম বিড়লা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই স্পিকার নির্বাচিত হন। তবে এবারের লোকসভায় বিজেপি ২৪০ আসন পেয়েছে, যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩২ আসন থেকে কম। সরকার গঠনের জন্য নীতীশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপির ওপর নির্ভর করতে হয়েছে প্রধানমন্ত্রী মোদিকে। 

ওম বিড়লা বিজেপির দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী। ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। পরপর দুইবার বিজেপির টিকিটে রাজস্থানের কোটা-বুন্দি আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৯ সালে ১৭তম লোকসভায় সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন

×