ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আদালতে দোষ স্বীকার করে মুক্তি পেলেন অ্যাসাঞ্জ, ফিরতে পারবেন অস্ট্রেলিয়ায়

আদালতে দোষ স্বীকার করে মুক্তি পেলেন অ্যাসাঞ্জ, ফিরতে পারবেন অস্ট্রেলিয়ায়

আজ বুধবার সকালে যুক্তরাষ্ট্রের দ্বীপ নর্দান মারিয়ানার রাজধানী সাইপানের জেলা আদালতের বাইরে জুলিয়ান অ্যাসাঞ্জ। ছবি আল-জাজিরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ০৯:১৫ | আপডেট: ২৬ জুন ২০২৪ | ১০:১৫

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মুক্ত ঘোষণা করেছেন মার্কিন আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগ স্বীকার করায় দেশটির বিচার বিভাগের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে পশ্চিম প্রশান্তমহাসাগরে যুক্তরাষ্ট্রের দ্বীপ নর্দান মারিয়ানার রাজধানী সাইপানের একটি আদালত এ রায় দেন। এতে তাঁর আর নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে বাধা রইল না।

এর আগে সকালে সাইপানের জেলা জজ রামোনা ম্যাংলোনার আদালতে হাজির হন ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ। তিনি বিচারকের সামনে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষাবিষয়ক সংবেদনশীল নথি হাতিয়ে নেওয়া এবং তা প্রকাশ করার একক অভিযোগ স্বীকার করে নেন। তখন আদালত বলেন, অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের জেলে বন্দি ছিলেন। তিনি ইতোমধ্যে ৬২ মাস কারাভোগ করেছেন। এই মেয়াদ তাঁর সাজার জন্য যথেষ্ট। এ সময় তিনি পাঁচ বছর দুই মাসের কারাদণ্ড ঘোষণা করেন। এই দণ্ডের সমপরিমাণ সময় আগেই বন্দি থাকায় তাঁকে আর কারাগারে নেওয়া হচ্ছে না। নিজ দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

দীর্ঘদিন যুক্তরাজ্যের কারাগারে বন্দি থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর ঠেকানোর চেষ্টা চালিয়ে যান অ্যাসাঞ্জ। অবশেষে তাঁকে মার্কিন আদালতের মুখোমুখি হওয়ার জন্য মঙ্গলবার মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়েই তিনি একটি ব্যক্তিগত বিমানে করে যুক্তরাষ্ট্রের সাইপানে চলে যান। বুধবার সকালে তিনি নিজ আইনজ্ঞ দলেরর সঙ্গে জেলা আদালতে উপস্থিত হন। এ সময় তাঁর আইনজীবীদের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রে নিয়জিত রাষ্ট্রদূত কেভিন রুড।

আদালত কক্ষে অ্যাসাঞ্জকে যেসব প্রশ্ন করা হয় তিনি সেগুলোর জবাব দেন এবং তাঁকে মার্কিন বিচার বিভাগের সঙ্গে করা চুক্তির ধারাগুলো পড়ে শোনানো হলে তিনি সেগুলো শোনেন। আদালতের উদ্দেশে এই অস্ট্রেলিয়ান বলেন, গুপ্তচরবৃত্তির যে অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি বিশ্বাস করেন। এরপরও দোষ স্বীকার করছেন এই জন্য যে দেশটির সংবেদনশীল তথ্য প্রকাশের জন্য সরবরাহ করতে তথ্যদাতাকে উৎসাহিত করা বিধিসম্মত নয়।

আরও পড়ুন

×