অমর্ত্য সেন বললেন
ভারত যে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, ভোটে তার প্রতিফলন ঘটেছে

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১১:৪৪ | আপডেট: ২৭ জুন ২০২৪ | ১১:৫২
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারত যে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা ভোটে ফলাফলে তার প্রতিফলন ঘটেছে। যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় ফিরে বুধবার তিনি মন্তব্য করেন। অমর্ত্য সেন বিনা বিচারে কারাবন্দি রাখা নিয়েও ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছেন। খবর দ্য হিন্দু অনলাইনের।
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অমর্ত্য সেন রামমন্দির নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে, যাতে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখানো যায়। কিন্তু মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার নয়।’
ভারতে ধনী-গরিবের বৈষম্য বেড়ে যাওয়া নিয়েও বিজেপি সরকারের সমালোচনা করেছেন এ অর্থনীতিবিদ। তিনি বলেন, ধনী-গরিবের মধ্যে ব্যবদান বড় হচ্ছে, যা বন্ধ করতে হবে।
অমর্ত্য এ সরকারের আমলে বিনা বিচারে জেলে রাখারও অভিযোগ তুলেন। এ জন্য তিনি কংগ্রেসকেও দোষ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, আমার চাচা, চাচাতো ভাইদের অনেকেই জেলে ছিলেন। আমাদের আশা ছিল, ভারত স্বাধীন বলে বিনা বিচারে জেল বন্ধ হবে। সেটা যে বন্ধ হল না, তাতে কংগ্রেসেরও দোষ আছে। তারা এটা বদলায়নি। তবে এ সরকার (বিজেপি) সেটাকে বেশি ব্যবহার করছে।’
অমর্ত্য সেন জানান, ভারতে বেকারত্ব বেড়ে গেছে।
এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাদের জোট এনডিএ ২৯৩ আসনে জয়ী হলেও ২৩৪ আসন পেয়ে শক্তিশালী অবস্থান পেয়েছে বিরোধিরা। ভোটের আগে তড়িঘড়ি করে অযোদ্ধার ফয়েজাবাদে রামমন্দিরের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি। ওই আসনেও হেরে গেছে বিজেপি।
- বিষয় :
- অমর্ত্য সেন
- ভারত
- অর্থনীতি