ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কেন খাঁচায় স্বেচ্ছাবন্দি হচ্ছেন কোরিয়ানরা

কেন খাঁচায় স্বেচ্ছাবন্দি হচ্ছেন কোরিয়ানরা

প্রতীকী। ছবি: বিবিসি

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ২১:১১

কোরিয়ান মা-বাবা এবং সন্তানদের মাঝে স্বেচ্ছাবন্দি প্রবণতা দিনে দিনে বাড়ছে। এ সময় তারা ছোট একটি কক্ষে নিজেদের বন্দি করে রাখেন। যেন খাঁচায় বন্দি হয়ে আছেন। এই ছোট কক্ষটির নাম দেওয়া হয়েছে ‘হ্যাপিনেস ফ্যাক্টরি’। এর মাধ্যমে তারা নিজেদের বাইরের জগৎ থেকে পৃথক করে ফেলেন। কেবল একটি ছোট ছিদ্রের সাহায্যে তারা বাইরের বিশ্বটাকে উপভোগ করার সুযোগ পান। বিবিসি

এই কক্ষগুলোর ভেতরে কোনো ফোন বা ল্যাপটপ নেওয়ার অনুমতি নেই। চারপাশে দেয়াল দ্বারা আবৃত ঘরটি দেখতে কেবল স্টোররুমের একটি আলমারির মতো। এখানে ব্যক্তির বন্ধু হিসেবে রয়েছে কেবল দেয়াল। এই কক্ষগুলোর বাসিন্দাদের জন্য রয়েছে আলাদা ইউনিফর্মও, যার রং নীল। এর অভিজ্ঞতা এবং বর্ণনা শুনতে কারাগারের মতো মনে হলেও এটি ঠিক কারাগার নয়। এখানে মানুষ আসে ‘বন্দির অভিজ্ঞতা’র জন্য, আর বন্দি থাকে বছরের পর বছর। সাধারণত আবেগজনিত ও কথা বলতে অনীহার কারণে এমন মনোভাব দেখা যায় কোরিয়ান সন্তান ও  মা-বাবাদের মধ্যে। 

এ নিয়ে গত বছর সাউথ কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের এক জরিপে দেখা যায়, জরিপটি ১৫ হাজার মানুষের মধ্যে হয়েছে, যেখানে সবার বয়স ১৯ থেকে ৩৪ বছর ছিল। এদের মধ্যে ৫ শতাংশের বেশি মানুষ নিজেদের বিচ্ছিন্ন রাখতে পছন্দ করে। জরিপ-পরবর্তী সময়ে বলা হয়, এই জরিপটি যদি সাউথ কোরিয়ার বৃহত্তর জনসংখ্যার মধ্যে করা হয়, তাহলে অন্তত ৫ লাখ ৪০ হাজার মানুষ এই বিচ্ছিন্নতাকে প্রাধান্য দিচ্ছে বলে মনে করা হবে। 

আরও পড়ুন

×