ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিউলে পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া গাড়ি, নিহত ৯

সিউলে পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া গাড়ি, নিহত ৯

দুর্ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ০৬:৩৮ | আপডেট: ০২ জুলাই ২০২৪ | ০৬:৫০

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি ট্রাফিক সংকেতস্থলে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে ছয়জনসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। 

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে শহরের কেন্দ্রস্থল সিউল সিটি হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে ওই গাড়িচালকে গ্রেপ্তার করা হয়। খবর- বিবিসি

গাড়িটি দ্রুতবেগে চলছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির তদন্ত চলছে। এ ব্যাপারে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ বলছে, ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গাড়িটি ভুল পথে বেপরোয়াভাবে চালিয়ে আসছিলেন। পথে তার গাড়িটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়।

দক্ষিণ কোরিয়ার সড়ক নিরাপত্তা আইনে দেশটির সাধারণ শহুরে রাস্তায় গাড়ির গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এই গতিসীমা ৩০ কিলোমিটার। 

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৫ শতাংশ ছিল পথচারী। যদিও ওইসিডি বলছে, এই পরিসংখ্যান আরও বেশি ছিল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সড়ক দুর্ঘটনা কমেছে। 

আরও পড়ুন

×