ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ৮৭ জনের মৃত্যু

ভারতে একটি ‘সৎসঙ্গ’ অনুষ্ঠান শেষে হুড়োহুড়ি শুরু হলে এ দুর্ঘটনা ঘরে
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ১৮:৫১ | আপডেট: ০২ জুলাই ২০২৪ | ২০:০৭
ভারতের উত্তর প্রদেশের হাথরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী। মঙ্গলবার হাথরসে এক ‘সৎসঙ্গ’ অনুষ্ঠান শেষে হুড়োহুড়ি শুরু হলে এই দুর্ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারান অসংখ্য মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাথরসের এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা ভারত। মঙ্গলবার সেই হাথরসের রতিভানপুরে শিবপুজোর সৎসঙ্গ অনুষ্ঠান ছিল। যেখানে যোগ দিয়েছিলেন শত শত ভক্ত। অনুষ্ঠান শেষে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার চেষ্টা করেন অনেকে। এতে পদদলিত হয়ে অনেক মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন শতাধিক। আহতদের বেশিরভাগই সজ্ঞাহীন। ট্রাক ও বাসে তাদের হাসপাতালে নেওয়া হয়।
উত্তর প্রদেশের ইটাহর এসএসপি রাজেশ কুমার সিং জানিয়েছেন,হাথরাস জেলার সিকানদ্রারাও থানার অন্তর্গত ফুলরাই গ্রামে ভোলেবাবা সৎসঙ্গের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হুড়োহুড়ি আহত হন শুরু হলে পদপিষ্ট হয়ে একাধিক জনের মৃত্যু হয়। এখনও পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
এ ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পদদলিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
- বিষয় :
- ভারত
- দুর্ঘটনা
- উত্তর প্রদেশ