ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতে উপনির্বাচন

সাত রাজ্যে ১৩ আসনের ১১টিতে এগিয়ে ইন্ডিয়া জোট

সাত রাজ্যে ১৩ আসনের ১১টিতে এগিয়ে ইন্ডিয়া জোট

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ১৪:২৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৪ | ১৪:৪৩

ভারতে লোকসভা নির্বাচনের ধাক্কা বিভিন্ন রাজ্যের বিধানসভার উপনির্বাচনে লেগেছে। দেশটির সাত রাজ্যে ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে বড় হার দেখতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১১টিতেই এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট। এরইমধ্যে কয়েকটি আসনে জয় নিশ্চিতও হয়ে গেছে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের

মাত্র দুটি আসনে জয়ের সম্ভাবনা দেখছে ভারতে কেন্দ্রে ক্ষমতাসীনরা। পশ্চিমবঙ্গের চারটি আসনের সবকটিতে এগিয়ে আছে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস। সর্বশেষ বিধানসভা নির্বাচনে এ আসনগুলোতে জয়ী হয়েছিল বিজেপি। লোকসভা নির্বাচনের পর প্রথম প্রথম ভোটে ক্ষমতাসীন বিজেপি জোট এ হার দেখলো।

পশ্চিমবঙ্গে রায়গঞ্জের বাগদাতে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর। ২৫ বছরের মধুপর্ণা হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য। রানাঘাট দক্ষিণ আসনে জয় পেলেন তৃণমূলের মুকুটমণি অধিকারী। রায়গঞ্জে জয়ী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। তিনি ওই আসনে লোকসভায় প্রার্থী হয়ে বিজেপির কাছে পরাজিত হয়েছিলেন। তবে এবার বিধানসভায় জয়ী হলেন। মানিকতলায় বড় ব্যবদানে এগিয়ে আছেন তৃণমূলের সুপ্তি পান্ডে।

হিমাচল প্রদেশের তিন আসনের দুটিতেই এগিয়ে আছে কংগ্রেস। একমাত্র হামিরপুরে এগিয়ে আছে বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর এগিয়ে আছেন দেহরা আসনে। ওই রাজ্যের নালাগড়েও এগিয়ে আছে কংগ্রেস।

উত্তরখণ্ডে দুটি আসনেই পিছিয়ে শাসকদল বিজেপি; এগিয়ে আছে ইন্ডিয়া জোট। একটিতে এগিয়ে কংগ্রেস, অন্যটিতে বিএসপি।

পাঞ্জাবের পশ্চিম জলন্ধর আসনে ইতোমধ্যেই আপ প্রার্থী মোহিন্দার ভগত ৩০ হাজারের বেশি ভোটে জিতে গেছেন। বিহারের একটি কেন্দ্রে হয়েছে ভোট। সেখানে প্রত্যাশা মতো এগিয়ে আছেন নীতীশ কুমারের দলের প্রার্থী।

মধ্যপ্রদেশের অমরওয়াড়া কেন্দ্রেও আপাতত এগিয়ে কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন

×