ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভিয়েতনামে কয়লা খনি ধসে নিহত ৫

ভিয়েতনামে কয়লা খনি ধসে নিহত ৫

ভিয়েতনামের উত্তরাঞ্চলে সোমবার দেশটির বৃহত্তম কয়লা খনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৫:৩১

ভিয়েতনামের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভূমিধসে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

আজ এক বিবৃতিতে কোয়াং নিং প্রদেশের পিপলস কমিটি জানিয়েছে, সোমবার দেশটির বৃহত্তম কয়লা খনি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই পুরুষ। তাদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। তারা রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি ভিনাকোমিনের একটি ইউনিটের কর্মী ছিলেন।

বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রধানত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল ভিয়েতনাম। চলতি বছরের প্রথমার্ধে দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের ৬০ শতাংশ এসেছে কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে।

কয়লা খনিতে দুর্ঘটনা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে দেশটিতে। গত এপ্রিলে ভিনাকোমিনের অন্য এক কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে চার শ্রমিক নিহত ও সাতজন আহত হয়েছিলেন।

আরও পড়ুন

×