ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যুক্তরাজ্যে দাঙ্গা: নিরাপত্তাহীনতায় ৭৫ শতাংশ মুসল্লি

যুক্তরাজ্যে দাঙ্গা: নিরাপত্তাহীনতায় ৭৫ শতাংশ মুসল্লি

লন্ডনের একটি মসজিদ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ২০:৪১

যুক্তরাজ্যজুড়ে উগ্র ডানপন্থীদের দাঙ্গায় দেশটির ৭৫ শতাংশ মুসল্লি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুসলিম উইমেনস নেটওয়ার্কের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজের।

জরিপে বলা হয়েছে, দাঙ্গা ও বিক্ষোভের আগেও ১৬ শতাংশ মুসল্লি অনিরাপদ বোধ করতেন। ৩০ জুলাইয়ের আগে যুক্তরাজ্যের সাউথপোর্টে প্রথম দাঙ্গা শুরু হলে অনিরাপত্তার মধ্যে পড়ে যায় আরও ২০ শতাংশ মুসল্লি। মূলত একটি যুব ক্লাবে ছুরিকাঘাতের মাধ্যমে তিন মেয়ে শিশু হত্যা এবং একাধিক আহতদের ঘটনায় যুক্তরাজ্য জুড়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

এ ঘটনার জন্য মুসলিমদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেয়া হয়। যদিও ওই হামলার পেছনে ১৭ বছর বয়সী অ্যালেক্স রুদাকুবানাকে অভিযুক্ত করা হয়। সে কারদিফে জন্মগ্রহণ করেন।

যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর, অনেক স্থানে মসজিদকে কেন্দ্র করে হামলা চালানো হয়। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে দুই মুসলিম নারী লিভারপুলে অবস্থিত আব্দুল্লাহ কুয়াইলিয়াম মসজিদে দাঙ্গাকারীদের হামলার আশঙ্কার কথা তুলে ধরেন। 

মুসলিম উইমেনস নেটওয়ার্কের প্রধান নির্বাহী ব্যারোনেস শাইস্তা যহীর স্কাই নিউজকে বলেন, গত এক দশক ধরে মুসল্লিদের ওপর বিদ্বেষ বেড়েছে।

আরও পড়ুন

×