ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভাসমান আবর্জনা পরিষ্কার করবে ক্লিয়ার বোট

ভাসমান আবর্জনা পরিষ্কার করবে ক্লিয়ার বোট

হংকং এটিকে ব্যবহার করে সমুদ্র উপকূলের জলাধার পরিষ্কার করছে। ছবি- সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ২২:০৬

প্রমোদতরী, স্পিডবোট আর কাঠের মাছ ধরার নৌকার মধ্যে একটি বিশেষ ধরনের নৌকা দেখা গেল হংকংয়ের সাগর উপকূলে। এটা বেশ অদ্ভুত দেখতে, যা ছিল অনেকের ধারণার বাইরে। প্রায় ১০ ফুট লম্বা মনুষ্যবিহীন একটি জলযান ঘুরে বেড়াচ্ছে; এটি পানির ওপরে থাকা আবর্জনা স্বতঃস্ফূর্তভাবে তুলে নিচ্ছে। 

পরিত্যক্ত পানির বোতল, জুসের বাক্স নৌকাটির সামনের অংশে থাকা ফাঁকা অংশে ঢুকে পড়ছে। পরে সেটা অন্যত্র সরিয়ে নিচ্ছে নৌকাটি। চালকবিহীন এ বর্জ্য পরিষ্কারকারী জলযানকে ক্লিয়ার বোট বলা হচ্ছে। হংকং এটিকে ব্যবহার করে সমুদ্র উপকূলের জলাধার পরিষ্কার করছে।

যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান অশিনিয়ার তথ্যমতে, প্রতিবছর মহাসাগরে আনুমানিক ৩৩ বিলিয়ন পাউন্ড প্লাস্টিক বর্জ্য প্রবেশ করে। আর প্রতি মিনিটে প্রবেশ করছে দুই ট্রাক বর্জ্য। অধিকাংশই প্রবেশ করে নদী ও উপকূলের মধ্য দিয়ে। 

মেরিন-টেক স্টার্টআপ ক্লিয়ার বোটের কো-অর্ডিনেটর সিধান্ত গুপ্তা বলেন, ভূভাগের জন্য আমাদের আছে বর্জ্য ফেলার ট্রাক। তাহলে পানি পরিষ্কার করার জন্য আমাদের কিছু নেই কেন? সৌরবিদ্যুৎচালিত এ স্বয়ংক্রিয় নৌকা দিয়ে এক ঘণ্টায় ১৭৬ পাউন্ড বর্জ্য অপসারণ করা সম্ভব। এটি ৪৪১ পাউন্ড বর্জ্য বহনে সক্ষম। 

সিধান্ত বলেন, আশা করা হচ্ছে, এর মাধ্যমে নদী-সমুদ্রের বর্জ্য অপসারণে বিপুলসংখ্যক জনবল ও জীবাশ্ম জ্বালানি ব্যয় সাশ্রয় করা যাবে। তিনি বলেন, আমরা নৌকা ও জাহাজের ভবিষ্যৎ গড়ে দিচ্ছি। সিএনএন।

আরও পড়ুন

×