ভারতে নিষিদ্ধ হতে পারে টেলিগ্রাম

জনপ্রিয় অ্যাপ টেলিগ্রাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৯:৩৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ২০:৫৯
জুয়া খেলা ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কার্যকলাপে সহায়তা করার অভিযোগে ভারতে বন্ধ হতে পারে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। মানিকন্ট্রোলের প্রতিবেদনে সোমবার (২৬ আগস্ট) তথ্যটি নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়া।
খবরে প্রকাশ, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে, ভারতে নিষিদ্ধ হতে পারে বিশ্বের জনপ্রিয় এ মেসেজিং অ্যাপ।
তদন্তটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হচ্ছে।
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে ২৪ আগস্ট প্যারিসে তাঁর অ্যাপের মডারেশন পলিসির জন্য গ্রেপ্তার করার পর এই অভিযোগ সামনে আসে। অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে টেলিগ্রামের ব্যর্থতাও অভিযোগের অন্তর্ভুক্ত করা হয়।
তবে তথ্যপ্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক ও হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন পাভেল দুরভের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায়।
- বিষয় :
- টেলিগ্রাম