ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জামিন পেলেন কেজরিওয়াল

জামিন পেলেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫১ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:২১

আবগারি (মদ) নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ তার জামিনের রায় দেন। গত ৫ সেপ্টেম্বর শুনানি শেষে তারা রায় স্থগিত রেখেছিলেন।

আবগারি নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। একই অভিযোগে ২৬ জুন তাকে গ্রেফতার করে সিবিআই। গত ১২ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দিয়েছিলেন। কিন্তু তিনি মুক্তি পাননি ওই এক অভিযোগে জুন মাসে সিবিআই কেজরিওয়ালকে গ্রেফতার করায়।

আরও পড়ুন

×