ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মিসর যাচ্ছেন ব্লিঙ্কেন

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মিসর যাচ্ছেন ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:১৭

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ মিসর সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই সফরে জিম্মিদের মুক্তির বিষয়েও মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। এই চুক্তির উদ্দেশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা।

যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বাধা দুটি। একটি হলো গাজা ও মিসরের মধ্যকার অসামরিক অঞ্চল ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল। অন্যটি হলো বন্দিবিনিময়ের রূপরেখা চূড়ান্ত করা।

আল–জাজিরার খবরে জানা গেছে, মিসরের সঙ্গে ইসরায়েলের ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড শান্তিচুক্তির অংশ হিসেবে গাজার দক্ষিণে ১৪ কিলোমিটার দীর্ঘ এবং ১০০ মিটার প্রস্থ এই ফিলাডেলফি করিডোর প্রতিষ্ঠা করা হয়। এই করিডরকে ‘অসামরিক অঞ্চল’ ঘোষণা করা হয়। বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে করিডোরটি।

আরও পড়ুন

×