ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভারতের মন্ত্রিসভায় ‘এক দেশ এক ভোট’ অনুমোদন পেল 

ভারতের মন্ত্রিসভায় ‘এক দেশ এক ভোট’ অনুমোদন পেল 

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘এক দেশ এক ভোট’ প্রস্তাবটি পাস হয়। ছবি- সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৫১

ভারতজুড়ে লোকসভা ও বিধানসভা ভোট একইসঙ্গে করানোর প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘এক দেশ এক ভোট’ প্রস্তাবটি পাস হয়। ফলে সংসদের শীতকালীন অধিবেশনে এই নীতি কার্যকর করার লক্ষ্যে কেন্দ্র বিল পাসে সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

এই প্রস্তাবে বলা হয়েছে, দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখা ও অর্থ অপচয় ঠেকাতে লোকসভা, বিভিন্ন রাজ্যের বিধানসভা ও পৌরসভা-পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ভোট একইসঙ্গে করা উচিত।

প্রস্তাব অনুযায়ী, ১০০ দিনের মধ্যে পর্যায়ক্রমে এই ভোট হয়ে গেলে ভারতের মতো গণতন্ত্রের দেশের বিপুল অর্থ সাশ্রয় হবে। উন্নয়নের কাজও ব্যাহত হবে না।

‘এক দেশ এক ভোট’ কার্যকরের বিষয়ে গত বছরের ১ সেপ্টেম্বর কোবিন্দের নেতৃত্বে কমিটি গড়েছিল মোদি সরকার। লোকসভা ভোটের আগেই গত ১৪ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর কাছে গিয়ে একসঙ্গে লোকসভা এবং সবক’টি বিধানসভার নির্বাচন করানোর সুপারিশ করে আট খণ্ডে বিভক্ত ১৮ হাজার পাতার রিপোর্টটি জমা দিয়েছিল কোবিন্দ কমিটি। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কমিটির অন্য সদস্যরা। খবর এনডিটিভির।

আরও পড়ুন

×