ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মধ্যপ্রাচ্যে সংঘাত

ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ল হিজবুল্লাহ

ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ল হিজবুল্লাহ

ছবি: জেরুজালেম পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২২:২৪

লেবাননজুড়ে পেজার-ওয়াকিটকিতে বিস্ফোরণ ও কমান্ডার হত্যার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহ। লেবাবনের সশস্ত্র গোষ্ঠীর মুহুর্মুহু হামলায় দেশটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হামলার পর দেশটির উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। 

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, রোববার ভোরে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রাতভর প্রায় ১৫০টি হামলা হয়েছে। এর মধ্যে রকেট, ক্রুজ মিসাইল ও ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। আইডিএফের দাবি, বেশির ভাগ হামলা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে। সেখানে ‘অল্প সংখ্যক’ আঘাতের ঘটনা ঘটেছে। দেশটির কিরিয়াত বিয়ালিক, সুর শালোম ও মোরেশেট এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের ভিডিওতে উত্তরের শহর কিরিয়াত বিয়ালিকের একটি রাস্তার কোণে গাড়িতে আগুন দেখা গেছে। এটি ২০০৬ সালের ইসরায়েল-লেবানন যুদ্ধের পর থেকে ইরানসমর্থিত গোষ্ঠীটির সবচেয়ে গভীরতম আঘাতের প্রমাণ চিহ্নিত করে। 

হিজবুল্লাহ বলেছে, তারা ফাদি-১ ও ফাদি-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হাইফার দক্ষিণ-পূর্বে রামাত ডেভিড বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। তবে তাদের এই ক্ষেপণাস্ত্রগুলো সম্পর্কে খুব কমই জানা যায়। এগুলো গোষ্ঠীটির বিশাল অস্ত্রাগারের নতুন সংযোজন বলে ধারণা করা হচ্ছে। আবার এগুলো আগে ব্যবহৃত অস্ত্রের চেয়ে দূরপাল্লার হতে পারে। হিজবুল্লাহ মূলত স্বল্পপাল্লার কাতিউশা ও বুরকান রকেটের পাশাপাশি আক্রমণ এবং নজরদারি ড্রোন ব্যবহার করে। এর আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছিলেন, গোষ্ঠীটি এখনও তার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেনি। 

ক্ষেপণাস্ত্র হামলায় রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রশ্নের জবাব দেয়নি। ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, হামলায় তিনজন আহত হয়েছেন। 

উত্তর ইসরায়েলের হাইফা এলাকায় অবস্থিত একটি ইসরায়েলি সামরিক প্রযুক্তি কোম্পানি রাফায়েলকেও লক্ষ্যবস্তু করেছে তারা। গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে, রাফায়েলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে। তবে এটিকে চলতি সপ্তাহে লেবাননজুড়ে পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। 

হামলার ঘটনায় জনসাধারণের ওপর বিধিনিষেধ বাড়িয়েছে ইসরায়েল। রোববার আইডিএফ উত্তর ইসরায়েল ও গোলান মালভূমির কিছু অংশে জনসাধারণের কার্যক্রমের ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে। রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত স্কুল বন্ধ এবং বাড়ির বাইরে ১০ জনের বেশি জমায়েত করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্রসৈকতগুলোও জনসাধারণের জন্য বন্ধ থাকবে। 

এদিকে, হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফর পিছিয়ে গেছে। আগামী শুক্রবার তিনি তেল আবিব ছাড়ার পরিকল্পনা করছেন। যদিও আগামীকাল মঙ্গলবারই তাঁর নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। 

হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে রোববারও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দেশটি গত ২৪ ঘণ্টায় পূর্ব ও দক্ষিণ লেবাননের একাধিক স্থানে ৩ শতাধিক বিমান হামলা চালিয়েছে। এতে রোববার দু’জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। ওই দিন হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে কয়েকটি হামলায় নিহতের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ওই হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম আকিল মারা গেছেন। 

এদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে আলজাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে আইডিএফ। প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি রোববার সকালে এ খবর জানায়। 

আরও পড়ুন

×