ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রেকর্ড দামে বিক্রি হচ্ছে ম্যাগ্রিটের বিখ্যাত চিত্রকর্ম

রেকর্ড দামে বিক্রি হচ্ছে ম্যাগ্রিটের বিখ্যাত চিত্রকর্ম

ছবি: সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২:২৪

রেনে ম্যাগ্রিটের ‘দ্য এম্পায়ার অব লাইটস’ সিরিজের একটি বিখ্যাত চিত্রকর্ম নিউইয়র্কে ৯৫ মিলিয়ন ডলারের বেশি দামে বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে। ক্রিস্টিস নিলাম প্রতিষ্ঠানের সৌজন্যে বিরল এ চিত্রকর্মটির মূল্য আগের সব রেকর্ড ভেঙে দেবে এমনই ধারণা। এটি নিলাম ঘরের জন্য একটি বড় জয়ের প্রতিনিধিত্ব করবে।

বেলজিয়ান শিল্পী রেনে ম্যাগ্রিটের ১৯৫৪ সালের ২৭টি চিত্রকর্মের মধ্যে একটি ‘দ্য এম্পায়ার অব লাইটস’। যেখানে ম্যাগ্রিট একটি অন্ধকার রাস্তার দৃশ্যের ওপরে সূর্যালোকিত আকাশ আঁকার মাধ্যমে আলোর সন্ধান করেছেন। এর আগে ২০২২ সালে এ সিরিজের আরও একটি চিত্রকর্ম রেকর্ড দামে  বিক্রি হয়েছিল। সেটি লন্ডনের সোথেবিস নিলামকারী প্রতিষ্ঠান ৫৯ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডে  বিক্রি করেছিল।

বর্তমান চিত্রকর্মটি প্রয়াত মাইকা এরতেগুনের কাছ থেকে পাওয়া গেছে। তিনি ইনটেরিওর ডিজাইনার আহমেদ এরতেগুনকে বিয়ে করেছিলেন। এ ছাড়া তিনি আটলান্টিক রেকর্ডসের সহ-প্রতিষ্ঠাতা ও একজন বিশিষ্ট শিল্প সংগ্রাহক। তাঁর সংগ্রহে অন্যান্য কাজের মধ্যে রয়েছে জোয়ান মিরো, ডেভিড হকনি এবং অ্যান্ডি ওয়ারহোলের মতো শিল্পীদের তোলা চিত্রকর্ম।

সূত্র: সিএনএন

আরও পড়ুন

×