মধ্যপ্রাচ্য সংকট
হুতির ভূগর্ভস্থ অস্ত্র গুদামে মার্কিন বোমারু বিমান হামলা
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওয়াচ টাওয়ারে ইসরায়েলের গোলাবর্ষণ

যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট বোমারু বিমান। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ২১:২৭
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ভূগর্ভস্থ বাঙ্কারের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বি-২ স্পিরিট বোমারু বিমান। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ হামলা শুরু করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক এই বোমারু বিমানগুলো অনেক দূর থেকে মাটির ওপর ও নিচের লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতার জন্য একে ‘স্টেলথ বম্বার’ বলা হয়। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এবারই প্রথম হুতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নরথ্রপ বি-২ স্পিরিট মডেলের বিমান ব্যবহার করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হুতিদের স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-মাসিরাহ জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার আশপাশে বিমান হামলা হয়েছে। ২০১৪ সাল থেকে হুতির দখলে আছে সানা। বিশ্লেষকদের মতে, এ হামলা হুতির মূল পৃষ্ঠপোষক ইরানের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি।
এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডসের প্রধান হোসেন সালামি আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে দেশটিকে আবার জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার বিপ্লবী গার্ডসের জেনারেল আব্বাস নিলফোরুশানের জানাজায় অংশ নিয়ে হোসেন সালামি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, আপনারা (ইসরায়েল) যদি ভুল করে ফেলেন এবং এ অঞ্চলে বা ইরানে আমাদের লক্ষ্যবস্তুতে হামলা চালান, তবে আমরা আবারও যন্ত্রণাদায়ক হামলা চালাব। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানসমর্থিত মিলিশিয়া বাহিনীর সঙ্গে ইসরায়েলের একটি গোপন যুদ্ধ চলছে। ইরাকের ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠীগুলো গত দুই সপ্তাহে প্রায় ৪০টি হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর এসব হামলার ঘটনা শুরু হয়।
অন্যদিকে, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিমান হামলার পাশাপাশি তারা স্থলপথেও হামলা চালাচ্ছে। ইসরায়েলের হামলা থেকে বাদ যাচ্ছেন না দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষীরাও। পৃথক হামলায় ইতোমধ্যেই বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। এমন অবস্থায় আবারও ইসরায়েলি হামলার শিকার হয়েছেন শান্তিরক্ষীরা। ইসরায়েলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। এতে শান্তিরক্ষীদের একটি ওয়াচ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় একটি সাম্প্রতিক অভিযানের সময় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন কিনা, তা তারা খতিয়ে দেখছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এ কথা বলেছে। এই অভিযানে তিনজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেছে তারা। গত ২৪ ঘণ্টায় গাজার ছয়টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছেন অন্তত ৬৫ জন। এ নিয়ে নিহতের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৪০৯ জনে।
- বিষয় :
- হুতি
- মার্কিন নির্বাচন
- বিমান হামলা