ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চ্যাটজিপিটির দৃষ্টিতে কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

চ্যাটজিপিটির দৃষ্টিতে কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ | ২০:৫৬

আর চার দিন পেরোলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হোয়াইট হাউসে কে বসতে যাচ্ছেন, তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ভিত্তি করে একটি নতুন বিশ্লেষণ অনুসারে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ২৬২ ভোটের বিপরীতে ২৭৬ ইলেক্টোরাল কলেজের ভোট নিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস নির্বাচনে জয়ী হওয়ার পথে রয়েছেন। খবর নিউজউইকের।

ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে ভোটদানের তথ্য, জনসংখ্যা ও আগের নির্বাচনের জরিপ ও ফলের ভিত্তিতে প্রতিটি রাজ্যে কোন প্রার্থী জয়ী হবেন, তা মূল্যায়ন করতে বলা হয়েছিল। ব্রিটিশ বেটিং কোম্পানি বোনাস কোড বেটসের এ প্রশ্নে চ্যাটজিপিটি উপসংহারে পৌঁছেছে, কমলা প্রধান সুইং স্টেট পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও নেভাদায় জয়ী হবেন। তবে অ্যারিজোনা, জর্জিয়া ও উত্তর ক্যারোলাইনায় হেরে যাবেন। 

সাম্প্রতিক জরিপ অনুসারে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। জনমত জরিপের তথ্য বিশ্লেষণ করে নির্বাচনের পূর্বাভাস দেওয়া ফাইভথার্টিএইট বলছে, ট্রাম্পের ৪৬ দশমিক ৭ শতাংশের বিপরীতে ৪৮ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে কমলা ১ দশমিক ৪ পয়েন্ট এগিয়ে থাকবেন। তবে ইলেক্টোরাল কলেজ পদ্ধতির কারণে একজন প্রার্থী বেশি ভোট পেয়েও নির্বাচনে হারতে পারেন। যেমনটি ২০১৬ সালে হিলারি ক্লিনটনের ভাগ্যে ঘটেছিল। ফাইভথার্টিএইট সামগ্রিকভাবে জয়ের ক্ষেত্রে ট্রাম্পকে এগিয়ে রেখেছে। কমলার ৪৮ শতাংশের বিপরীতে ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৫২ শতাংশ। 

তবে চ্যাটজিপিটির বিশ্লেষণ সত্য হলে কমলা হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় সবচেয়ে কাছাকাছি ব্যবধানে জয়ী প্রার্থী। ১৮৭৬ সালে এক ভোটে রাদারফোর্ড বি হেইস ও ২০০০ সালে পাঁচ ভোটে জর্জ ডব্লিউ বুশের পর কমলা ১৪ ইলেক্টোরাল কলেজের ভোটে জয়ী হবেন। আবার ট্রাম্প যদি পেনসিলভানিয়া বা মিশিগানে যথাক্রমে ১৯ ও ১৫ ইলেক্টোরাল কলেজের ভোট পান, তবে মডেল অনুসারে এটি তাঁর জয়ের জন্য যথেষ্ট হবে। 

এ বিষয়ে বোনাস কোড বেটসের একজন মুখপাত্র বলেন, এই বিশ্লেষণে আগের নির্বাচনের ফল নির্দেশ করার মতো জরিপ ব্যবহার করা হয়েছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনের ভবিষ্যদ্বাণী করতে আরও বিভিন্ন উপায় ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে শক্তিশালী এআই টুলটি এখনও কমলা হ্যারিসকে এগিয়ে রেখেছে। পাশাপাশি এই নির্বাচনটি যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, সেটারও ইঙ্গিত দিয়েছে।  

বিশ্লেষণে বোনাস কোড বেটস মিশিগান ও পেনসিলভানিয়া উভয় অঙ্গরাজ্যেই কমলার জয়ের জন্য প্রধান শহরগুলোর ভূমিকার ওপর জোর দিয়েছে। আর ট্রাম্প রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিশিগানের গ্রামীণ অঞ্চলগুলো ধরে রাখতে পারেন। অনুরূপভাবে, পেনসিলভানিয়ার রাস্ট বেল্ট অঞ্চলে ট্রাম্পের জোরালো সমর্থন সত্ত্বেও পিটসবার্গ ও ফিলাডেলফিয়ার মতো বড় শহরগুলোর ওপর ভর করে ভালো করতে পারেন কমলা হ্যারিস। 

আরও পড়ুন

×