ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘যৌন’ হয়রানির নতুন তথ্য

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘যৌন’ হয়রানির নতুন তথ্য

সাবেক সেনা কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ। ছবি: সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ১৫:৪৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ১৫:৫৯

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে। সেই পিটের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন এক নারী। এবার সামনে এসেছে নতুন তথ্য। স্থানীয় সময় বুধবার ওই অভিযোগ সংক্রান্ত একটি পুলিশি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন- হোটেলের রুম থেকে বের হওয়ার সময় পিট হেগসেথ তাকে বাধা দেন। তার ফোন কেড়ে নেন এবং তাকে যৌন হয়রানি করেন। এ সময় তিনি (নারী) অনেকবার ‘না’ বলা পরও পিট তাকে ছাড়েননি।

বুধবার রাতে ২২ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ক্যালিফোর্নিয়ার মন্টেরির সিটি অ্যাটর্নি অফিস প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে, ওই ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।

পিট হেগসেথ ও অভিযোগকারী মহিলা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে সেখানে উল্লেখ করা হয়। পাশাপাশি ওই রাতে তাদের গতিবিধির কিছু ভিডিও ফুটেজও যুক্ত করা হয় প্রতিবেদনে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মন্ত্রণালয় সাজানো শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রীর পদে বেছে নেন ৪৪ বছর বয়সী হেগসেথকে। এছাড়া নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন ফ্লোরিডার সিনেটর মাইকেল ওয়ালৎস। আর পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হচ্ছেন ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র লি জেলডিন।

ট্রাম্পের মন্ত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির খবরে অনেকে বলছেন, প্রেসিডেন্ট নিজেই যেখানে একাধিক যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত, সেখানে তার মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ অস্বাভাবিক ঘটনা নয়।

আরও পড়ুন

×