ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব আটকে দিল সিনেট

ফাইল ছবি: রয়টার্স
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ২৩:০৮
গাজায় ফিলিস্তিনিদের মারাত্মক মানবিক সংকট অবসানের জন্য মার্কিন সিনেটে উত্থাপিত তিনটি প্রস্তাব বিপুল ভোটে খারিজ হয়েছে। প্রস্তাবগুলোর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে কিছু অস্ত্রের সরবরাহ বন্ধ করা। বুধবার ডেমোক্রেটিক ককাসের কিছু সদস্য এই প্রস্তাবগুলোর পক্ষে ভোট দিলেও ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের বিরোধিতার কারণে সেগুলো পাস হয়নি।
ইসরায়েলে ট্যাঙ্কের গোলা সরবরাহ বন্ধের প্রথম প্রস্তাব ৭৯-১৮ ভোটে বাতিল হয়। দ্বিতীয় প্রস্তাব, যা মর্টার গোলা সরবরাহ বন্ধের উদ্দেশ্যে ছিল, তা ৭৮-১৯ ভোটে বাতিল হয়। আর জেডিএএমএস (জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন সিস্টেম) কিট সরবরাহ বন্ধের জন্য উত্থাপিত তৃতীয় প্রস্তাব ৮০-১৭ ভোটে বাতিল হয়। সিনেটর বার্নি স্যান্ডার্সসহ কয়েকজন ডেমোক্র্যাট প্রস্তাবগুলোতে সমর্থন দিয়েছিলেন। ইসরায়েলের যুদ্ধকালীন আচরণের কঠোর সমালোচক এই রাজনীতিবিদরা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বুধবার রাতভর ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজারে পৌঁছে গেছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে এবং এই অঞ্চলের বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় দুটি আক্রমণে ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবের বিরুদ্ধে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আবারও আটকে গেছে যুদ্ধবিরতির প্রচেষ্টা। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি। অবশ্য যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেওয়ার কারণ হিসেবে ওয়াশিংটন জানিয়েছে, এখনই যুদ্ধবিরতি প্রস্তাব পাস হলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা উৎসাহিত হবে। তবে গাজায় যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে জিম্মি বিনিময় হবে না বলে জানিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খলিল আল-হায়া। বুধবার আল-আকসা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।