ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিশৃঙ্খলাকারীদের ধরতে যৌথ টাস্কফোর্স গঠন পাকিস্তান সরকারের

বিশৃঙ্খলাকারীদের ধরতে যৌথ টাস্কফোর্স গঠন পাকিস্তান সরকারের

যৌথ টাস্কফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: ইসলামাবাদ পোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৮

ইসলামাবাদে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের বিক্ষোভের পর ভুল তথ্য ছড়ানো এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার জন্য দায়ীদের শনাক্ত করে বিচারের লক্ষ্যে সোমবার ১০ সদস্যের একটি যৌথ টাস্কফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ২০২৪ সালের নভেম্বরে পিটিআই আয়োজিত ধারাবাহিক সহিংস বিক্ষোভে দলটির সমর্থক ও নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ক্ষয়ক্ষতি হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এ টাস্কফোর্স গঠন করা হলো।

শীর্ষ সরকারি ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শাহবাজ বলেছেন, দেশে এ ধরনের হামলা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। যৌথ টাস্কফোর্সের প্রধান মিশন হবে ভুল তথ্য প্রচারের পেছনে থাকা ব্যক্তি, সংস্থা ও নেটওয়ার্কগুলোকে খুঁজে বের করা এবং সহিংস বিক্ষোভের পরিকল্পনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা। পাকিস্তান সরকারের গঠন করা এই যৌথ টাস্কফোর্স আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইসলামাবাদে ঘটা সহিংস বিক্ষোভের জন্য সরকারের পদত্যাগ দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন জারির ধারণাও প্রত্যাখ্যান করেছেন তিনি। ইসলামাবাদে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক উল্লেখ করে ডি-চকের পরিস্থিতির কারণে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

×