ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হুন। ছবি: কোরিয়া হেরাল্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২০:১৯

দক্ষিণ কোরিয়ার সদ্য সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হুনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইউল আকস্মিক সামরিক আইন জারি করেন। এতে জড়িত থাকার অভিযোগে কিমকে গ্রেপ্তার করেছেন প্রসিকিউটররা।

প্রেসিডেন্ট ইউনের জারি করা সামরিক আইন মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এর এক দিন পর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন কিম। গত শনিবার ইউনকে পার্লামেন্টে অভিশংসনের চেষ্টা হয়। তবে তাঁর দল পিপিপির কোনো সদস্য ভোট না দেওয়ায় এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

অভিশংসন থেকে রক্ষা পেলেও ইউন বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না বলে ধারণা অনেক বিশ্লেষকের। দ্য গার্ডিয়ান।
 

আরও পড়ুন

×