ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করব: এফবিআই পরিচালক

ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করব: এফবিআই পরিচালক

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে। ছবি-সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১০:৪০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১০:৪২

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। অবশ্য ট্রাম্প তাকে ইতোমধ্যেই বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন। 

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুত্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করবেন। ট্রাম্প আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন এবং ক্রিস্টোফার রে-কে বরখাস্ত করবেন বলে ইতোমধ্যেই তিনি ইঙ্গিতও দিয়েছেন।

বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় পরিচালক ক্রিস্টোফার রে এই ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পরে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প অবশ্য ইতোমধ্যেই কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন। কাশ প্যাটেল হচ্ছেন ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন এবং সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি। 

আরও পড়ুন

×