জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ২, আহত ৬৮

ছবি: বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ০৩:৫৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ | ০৪:২৪
জার্মানির ম্যাগডেবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর বিবিসির
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বয়স ৫০, তিনি সৌদি আরবের একজন চিকিৎসক। তিনি ২০০৬ সালে জার্মানিতে আসেন বলে জানা গেছে।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ আগামীকাল দুর্ঘটনার অঞ্চলটি পরিদর্শন করবেন। তিনি ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে উদ্বিগ্ন বলে জানান।
- বিষয় :
- জার্মানি
- গাড়িচাপায় নিহত