ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাশারকে ডিভোর্স দিতে চান স্ত্রী

বাশারকে ডিভোর্স দিতে চান স্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ২১:২১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৪

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন তাঁর স্ত্রী আসমা আল-আসাদ এমন খবর পাওয়া গেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। মস্কোর জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে তিনি লন্ডনে চলে যেতে চান বলেও দাবি করা হয়েছে। তুর্কি ও আরব মিডিয়ার বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করেছে

এছাড়া টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মস্কোর জীবন নিয়ে অখুশি আসমা আল-আসাদ। তিনি লন্ডনে যেতে চান।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আসমা সম্প্রতি রাশিয়ার আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। তাঁর আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে বলে জানা গেছে। 

১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ান বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন আসমা। সেখানেই তাঁর বেড়ে ওঠা। তবে ২০০০ সালে আসমা সিরিয়ায় যান এবং একই বছর আসাদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল-আসাদ। এরপর ২৪ বছর শক্ত হাতে শাসন করেন সিরিয়া।

তবে গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। 

আরও পড়ুন

×