নতুন অভিযান শুরু করছে সিরিয়ার বিদ্রোহীরা

ছবি: এপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ২২:৩৫
সিরিয়ার তারতোসে নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্যকে গুলি করে হত্যা করেছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি সশস্ত্র গোষ্ঠী। তাঁকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের সদস্য ছিলেন এই নিরাপত্তারক্ষীরা। অতর্কিত হামলা চালিয়ে ১৪ জনকে হত্যার পর সেখানে অভিযান শুরু করেছে বিদ্রোহীরা।
কুখ্যাত সায়েদানা কারাগারের সাবেক এক কর্মকর্তাকে আটক করতে বৃহস্পতিবার তারতোসে গিয়েছিল এই বিদ্রোহীরা। তখন তাদের ওপর হামলা হয়। এই কর্মকর্তা সাধারণ মানুষকে কারাগারে হত্যার নির্দেশ দিতেন বলে অভিযোগ রয়েছে।
আসাদকে গদিচ্যুত করার পর হায়াত তাহরির আল-শাম কারাগারটির সব বন্দিকে মুক্ত করে দেয়। যারাই আসাদের বিরুদ্ধে কথা বলত, তাদের সেখানে আটকে রেখে নির্যাতন চালানো হতো।
সিরিয়ার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুল রহমান বলেছেন, যারা সিরিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার সাহস দেখাবে এবং দেশের জনগণের জীবনকে বিপদে ফেলবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।
গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পরপরই গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এ ছাড়া সীমান্তবর্তী সিরীয় শহর কুনেইত্রাতেও যায় ইসরায়েলের সেনারা। আসাদের পতনের পর সিরিয়ার সব মানুষ উদযাপন করলেও; দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী এই শহরের বাসিন্দারা উদযাপনে শামিল হতে পারেনি। ইব্রাহিম আল-দাখিল নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, ইসরায়েলের সেনারা নিরাপত্তার অজুহাতে তাঁর ৪০ বছরের পুরোনো বাড়ি ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া সেখানে তাদের ওপর ব্যাপক কড়াকড়ি আরোপ করছে। এ নিয়ে স্থানীয় মানুষ প্রতিবাদ করায় তাদের ওপর গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে।
এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নতুন সিরিয়াকে শক্তিশালী করা ও তাদের সহায়তায় প্রস্তুত আছে তুরস্কের সেনাবাহিনী। তারা সামরিকভাবে সিরিয়াকে সহায়তা করবে। সূত্রটি বলেছে, তারা বিভিন্নভাবে ইতোমধ্যে সিরিয়াকে সহায়তার আশ্বাস দিয়েছে। যার মধ্যে অন্যতম একটি থাকবে সামরিক সহায়তা, যা সিরিয়া এবং তুরস্ক উভয়ের জন্য লাভজনক হবে। খবর আলজাজিরা ও ডেইলি সাবাহর।
- বিষয় :
- সিরিয়া
- বাশার আল-আসাদ