ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইংরেজি না জানার অভিযোগ তুলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের আহ্বান এক স্কুল শিক্ষকের

ইংরেজি না জানার অভিযোগ তুলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের আহ্বান এক স্কুল শিক্ষকের

.

ছাবেদ সাথী, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫ | ১১:৪৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ | ১২:০৫

ইংরেজি না জানা শিক্ষার্থীদের গ্রেপ্তার করতে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের তার স্কুলে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন টেক্সাসের ফোর্ট ওয়ার্থ ইন্ডিপেন্ডেন্ট স্কুলের একজন অস্থায়ী শিক্ষক। তার ছাত্ররা ‘ইংরেজি বলতে জানে না’ এই অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেওয়ার পর তিনি বেশ সমালোচনার মুখে পড়েছেন।

গত ২৩ জানুয়ারি ইংরেজি না জানা শিক্ষার্থীদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে ওই শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিই-এর এক পোস্টের প্রতিক্রিয়ায় মন্তব্য করেন। টেক্সাসের ফোর্ট ওয়ার্থ ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।

ডালাস মর্নিং নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওই শিক্ষককে এখনও  প্রকাশ্যে শনাক্ত করা সম্ভব হয়নিভ কিন্তু তিনি এক্স-এ @Hookem232 নামটি ব্যবহার করছিলেন। আইসিই'র এজেন্টদের উদ্দেশে তিনি লিখেছেন ‘টেক্সাসের নর্থসাইড ফোর্ট ওয়ার্থ ইন্ডিপেন্ডেন্ট হাই স্কুলে আসুন।’

পোস্টটিতে আরও বলা হয়, ‘আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা ইংরেজি পর্যন্ত বলতে জানে না এবং তারা দশম-একাদশ শ্রেণিতে পড়ে। আমার সঙ্গে তাদের যোগাযোগ করতে আইফোনের ট্রান্সলেটর ব্যবহার করতে হয়। মার্কিন শিক্ষা বিভাগ পরিচালিত টেক্সাসের আমাদের স্কুল ব্যবস্থাকেও পুরোপুরি পুনর্গঠন করা উচিত।’

এ বিষয়ে স্কুল বোর্ডের সভাপতি রক্সান মার্টিনেজ অভিভাবকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, আইসিই আমাদের স্কুল ডিস্ট্রিক্টকে লক্ষ্য করবে কিনা সে বিষয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং যত দ্রুত সম্ভব এটি সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ফোর্ট ওয়ার্থ পাবলিক স্কুলের দুই-তৃতীয়াংশ ছাত্রছাত্রী হিস্পানিক এবং প্রতি তিনজনের মধ্যে একজন ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে শিখছে। এদিকে, কর্মকর্তারা ওই অস্থায়ী শিক্ষকের নাম প্রকাশ করেননি যিনি পোস্টটি করেছিলেন। তবে তারা জানিয়েছেন যে পোস্টগুলির তদন্ত চলাকালীন ওই শিক্ষক আর পড়াবেন না।

এটি প্রথমবার নয় যে ফোর্ট ওয়ার্থ আইএসডি-এর কোনো শিক্ষক অভিবাসনবিরোধী মনোভাবের জন্য সমালোচনার মুখে পড়েছেন। তদন্ত চলাকালীন অস্থায়ী শিক্ষককে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে উল্লেখ করেন কর্মকর্তারা।

আরও পড়ুন

×