ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বাংলাদেশকে ছাড়া কলকাতার বইমেলা শুরু

বাংলাদেশকে ছাড়া কলকাতার বইমেলা শুরু

কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতরা। ছবি-ভিডিও থেকে নেওয়া

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ০৯:৩১

ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মঙ্গলবার বিকেলে কলকাতার সল্টলেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের আয়োজনে নেই বাংলাদেশ। 

বইমেলায় এবার ফোকাল থিম কান্ট্রি জার্মানি। সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণের একদম কেন্দ্রে রয়েছে জার্মানির একটি বিশাল প্যাভেলিয়ান। জার্মানি ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালাসহ অন্যান্য লাতিন আমেরিকার একাধিক দেশের প্যাভিলিয়ন। থাকছে বহুজাতিক প্রকাশনা সংস্থা এবং ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। 

বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়নের কারণে এই প্রথম কলকাতা বইমেলায় অনুপস্থিত থাকছে বাংলাদেশি প্যাভিলিয়ন। ফলে বাংলাভাষী বইপ্রেমীরা হতাশ হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা আন্তর্জাতিক বইমেলা সবার সেরা। বইমেলা আমাদের গর্ব।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বই হচ্ছে ফ্রেন্ড, ফিলসফার এবং গাইড। এটি হলো আমাদের প্রেরণা, আমাদের দিশা, আশা। বই থেকেই গোটা বিশ্বের তথ্য আমরা পেয়ে থাকি। তাই বইমেলাকে আমরা ভালোবাসি। 

এদিনের উদ্বোধন অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য গিল্ডের পক্ষ থেকে 'জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার-২০২৫' প্রদান করা হয় সাহিত্যিক আবুল বাশারকে। যার অর্থ মূল্য ২ লাখ রুপি। 

আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৩ দিন ধরে চলবে এই বইমেলা। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলার প্রবেশদ্বার খোলা থাকবে। এবারের বইমেলায় প্রকাশক ও লিটল ম্যাগাজিন মিলিয়ে সর্বাধিক প্রায় ১০০০ প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করছে।

আরও পড়ুন

×