উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে নিহত ৬

ছবি: সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫ | ০৯:৩৭
ভারতের উত্তরপ্রদেশের বাগপতে মহাকুম্ভ মেলায় পদদলনের শিকার হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ভাঙা মঞ্চের তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারেন।
বাগপতে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান হচ্ছিল। তার জন্যই এত বড় মঞ্চ তৈরি করা হয়েছিল। যে সময়ে এই দুর্ঘটনা ঘটে তখন লাড্ডু বিতরণ করা হচ্ছিল।
স্থানীয় সূত্রে খবর, লাড্ডু বিতরণের সময়ে হুড়োহুড়ি শুরু হলে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এদিক-ওদিক পালাতে চেষ্টা করেন অনেকে। সেই সময়ই মঞ্চ ভিড়ের চাপে ভেঙে পড়ে।
বাগপতের জেলা প্রশাসক জানিয়েছেন, ৬৫ ফুট উঁচু ওই মঞ্চটি কাঠ এবং বাঁশ দিয়ে বানানো হয়েছিল। তবে মাত্রাতিরিক্ত ভিড়ের চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে সেটি। ইতোমধ্যে যাদের উদ্ধার করা হয়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভাঙা মঞ্চের নিচে কমপক্ষে ২০-৩০ জন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রতি বছরই জৈনদের এই অনুষ্ঠান হয় বাগপতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন এই সম্প্রদায়ের মানুষ। এবারও তাই এসেছিলেন। তবে অন্যান্যবারের তুলনায় এবার একটু বেশি ভিড় হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
- বিষয় :
- উত্তরপ্রদেশ
- ভারত
- নিহত