ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪৪
যুক্তরাজ্যসহ ইউরোপে ওয়াশিংটনের মিত্রদের নানা সমালোচনা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি বলেছেন, ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। ইউরোপীয় নেতারা ‘বেশ কিছু মৌলিক মূল্যবোধ’ থেকে পিছু হটেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা দমন করছেন বাক্স্বাধীনতা।
২০ মিনিটের বক্তব্যে তিনি যখন এসব কথা বলেন তখন সম্মেলন মঞ্চে ছিল পিনপতন নীরবতা। তিনি ইউরোপের মিত্রদের নিয়ে যেসব সমালোচনা করেছেন তার মধ্যে রয়েছে ভুল তথ্য, বিভ্রান্তি এবং বাকস্বাধীনতার বিষয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার অভিযোগ।
জেডি ভ্যান্স ইউরোপ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাব উল্লেখ করে বলেন, নিজেদের প্রতিরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকেই ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে।
ব্যাপক অভিবাসনের জন্য তিনি ইউরোপকে দোষী সাব্যস্ত করেন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে জেডি ভ্যান্স বলেন, আমি আশা করছি, এ নিয়ে একটি যুক্তিসংগত সমাধান সম্ভব হবে। জেডি ভ্যান্স সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ইউরোপীয় ইউনিয়ন
- ইউরোপীয় কমিশন