ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ওয়াশিংটন-সিউলের মহড়া শুরু

ওয়াশিংটন-সিউলের মহড়া শুরু

ছবি: ওয়াশিংটন টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫ | ০৭:২৩

উত্তর কোরিয়া একাধিক অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। একই দিন সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, হুয়াংহে প্রদেশ থেকে পশ্চিম সাগর (ইয়েলো সি) অভিমুখে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। জেসিএসের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নজরদারি জোরদার করবে এবং পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে। 

সেখানে কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে এবং দুই দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়া আয়োজন করে, যা তারা প্রতিরক্ষামূলক বলে দাবি করে। তবে, উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করে। এএফপি।

আরও পড়ুন

×