ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রাণের ভয়ে লেবাননে পালাচ্ছে সিরীয়রা

প্রাণের ভয়ে লেবাননে পালাচ্ছে সিরীয়রা

ছবি- রয়টার্স

 সমকাল ডেস্ক 

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫ | ১১:০২

সিরিয়ার সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে চালানো সাম্প্রদায়িক হত্যাকাণ্ড থেকে বাঁচতে শত শত সিরীয় প্রতিবেশী লেবাননে পালাচ্ছে।

মঙ্গলবার প্রাণের ভয়ে সিরীয় পুরুষ-নারী ও শিশুদের সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর বয়ে যাওয়া একটি নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবাননে চলে যেতে দেখা গেছে।

রোববার সীমান্ত পার হয়ে লেবাননে চলে যাওয়া এক সিরীয় নারী জানিয়েছেন, তিনি তাঁর গ্রামে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। আরেক নারী জানিয়েছেন, ভারী গোলাগুলির মধ্যে তিনি তাঁর বাড়িতে তিন দিন আটকা পড়ে ছিলেন। অপর এক ব্যক্তি জানান, জঙ্গিরা তার গ্রামের সবাইকে হত্যা করার হুমকি দেয়। কারণ, তারা সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্য।

আলজাজিরা।

আরও পড়ুন

×