সিগন্যাল কেলেঙ্কারিতে চাপে ট্রাম্প প্রশাসন

ছবি: দ্য গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫ | ২৩:০১
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলার পরিকল্পনা নিয়ে বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘সিগন্যাল’-এ হওয়া আলাপের বিস্তারিত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য আটলান্টিক। শুরু থেকে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো দ্য আটলান্টিকের সম্পাদক সাংবাদিক জেফরি গোল্ডবার্গকে নেতিবাচক বিভিন্ন বিশেষণে আক্রমণ করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় বুধবার সেই কথোপকথনের বিস্তারিত প্রকাশ করেছে সাময়িকীটি। গ্রুপ চ্যাটের তথ্য ফাঁস হওয়ার এ ঘটনায় চাপে পড়েছে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন।
বিরোধী ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের পদত্যাগ দাবি করেছেন।
হুতি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এসব হামলায় নারী ও পাঁচ শিশুসহ ৫৩ জন নিহত হয়েছেন। সূত্র: আলজাজিরা
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- ট্রাম্প প্রশাসন