ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আসামে ১৩২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি

আসামে ১৩২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ০৭:০৩

ভারতের আসাম প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে গত ২৪ ঘণ্টায় ৪১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি ১৮৯৩ সালের পর থেকে এক দিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত।

রোববারের এ বৃষ্টিতে শিলচরের ১৩২ বছরের পুরোনো ২৯০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণি প্রবাহ ও নিম্নস্তরের ট্রফের একটি সংমিশ্রণ অস্থির আবহাওয়া ধরনটিকে আরও বাড়িয়ে তুলছে।

অন্যদিকে ভারী বৃষ্টিতে নাকাল সিকিম। তীব্র বর্ষণের ফলে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে রাজ্যতে প্রায় ১৪ হাজার পর্যটক আটকা পড়েছেন। এনডিটিভি।

আরও পড়ুন

×