ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিজয় উৎসবে নিহত ১১: ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে পুলিশের এফআইআর

বিজয় উৎসবে নিহত ১১: ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে পুলিশের এফআইআর

ছবি: দ্য হিন্দু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫ | ২০:২২

আঠারো বছর পর আইপিএলের শিরোপা জেতায় রক্তের দাগ লেগে থাকল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর গায়ে। বুধবার বিরাট কোহলিদের বরণ করে নিতে গিয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এসেছিলেন ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামি স্টেডিয়ামে। সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। এতে আহত হয়েছেন অন্তত ৫০। মর্মান্তিক এই ঘটনার পর ব্যাঙ্গালুরু পুলিশ অপরাধমূলক অবহেলার অভিযোগ এনেছে আইপিএলের ফ্রাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে।

বৃহস্পতিবার স্থানীয় কুবন পার্ক থানায় পুলিশের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজটির মালিকানা সংস্থা, ডিএনএ নামের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এবং কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হয়। 

সংবাদ সংস্থা এএনআইএ–এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে জনস্বার্থে পুলিশকে ব্যাবস্থা নিতে বলেন। তারপর এফআইআরটি করা হয়। 

এর আগে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্যাঙ্গালুরু ফ্রাঞ্চাইজি কতৃপক্ষ নিহত প্রতিটি পরিবারকে ১০ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দেয়। সেই সঙ্গে আহত পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেয়। 

এছাড়াও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেন।

এদিকে এই ঘটনার পর বিরাট কোহলি এবং তার দলের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। মদন লালের মতো সাবেক ক্রিকেটার ব্যাঙ্গালুরু দলটির বিরুদ্বে মামলা করার দাবি তুলেছেন। যেদিন সেখানে স্টেডিয়ামের বাইরে সমর্থকরা বিশৃঙ্খলার মধ্যে পরেছিল, সে সময় স্টেডিয়ামের ভেতরে কোহলিদের বিজয় উৎসবের অনুষ্ঠান চলছিল। তারা কি পারতেন না অনুষ্ঠানটি বন্ধ রাখতে? বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে এমন প্রশ্ন তোলার পর বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন কোহলি। তিনি বলেন, ‘ভাষা হারিয়ে ফেলছি। বলার মতো অবস্থায় নেই। খুবই ভয় পেয়েছি।’ 

ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসন সংবাদ সংস্থা পিটিআইকে জানান, কোহলি জানতেন না যে অনুষ্ঠান চলাকালে বাইরে সমর্থকরা পদদলিত হয়েছেন। অনুষ্ঠানটির আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আর ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন কপিল দেবও। তিনি বলেন, ‘খবরটি ভীষণভাবে কষ্ট দিয়েছে আমাকে।  বিজয়োৎসবের চেয়ে মানুষের জীবন অনেক মূল্যবান। এখানে কিছু মানুষের দায়িত্বহীনতা ছিল। ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান করার আগে বিষয়টি মাথায় রাখতে হবে।’  

আরও পড়ুন

×