ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অস্ট্রিয়ার স্কুলে গুলিতে কয়েকজন নিহত, বলছে পুলিশ

অস্ট্রিয়ার স্কুলে গুলিতে কয়েকজন নিহত, বলছে পুলিশ

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫ | ১৬:২১

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে গুলির ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ড্রেইয়ার্সচুৎজেনগাসে উচ্চ বিদ্যালয়ে গুলির ঘটনায় হতাহতদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশের এক মুখপাত্র সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফকে জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযান চলছে এবং সেখানে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×