বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয়

বাঁয়ে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী, ডানে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৭:১৮ | আপডেট: ১২ জুন ২০২৫ | ১৭:১৯
ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির যাত্রীদের তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর নাম রয়েছে। তার ঘনিষ্ঠ প্রশান্ত ভালা জানিয়েছেন, তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই উড়োজাহাজটির লন্ডনে যাওয়ার কথা ছিল তার। যাত্রীদের উড়োজাহাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়।
২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন। বর্ষীয়ান নেতাকে নিয়ে উদ্বিগ্ন বিজেপি।
এদিন আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দেশটির পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।