ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইরানের ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে’ হামলার দাবি ইসরায়েলের

ইরানের ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে’ হামলার দাবি ইসরায়েলের

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১১:৪১ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ১১:৫৯

গত কয়েক ঘণ্টায় দেশটির বিমানবাহিনীর ৫০টিরও বেশি যুদ্ধবিমান ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ— ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র’ এবং দেশটির ‘বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র’ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই হামলা ‘ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করার ব্যাপক প্রচেষ্টার অংশ।’

তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনের ভাষ্যও একই। তারা বলছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, তাদের যুদ্ধবিমান এমন কারখানাগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল ও উপাদান প্রস্তুত করা হয়।

আরও পড়ুন

×