ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

আইআরজিসির সাথে যুক্ত ইরানি বিশ্ববিদ্যালয়কেও টার্গেট করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১৪:১৩ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ১৪:২৩

ইরানের রাজধানী তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

তেহরানের এই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) সম্পৃক্ততা রয়েছে বলে ধরা হয়। খবর বিবিসির।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলছে, ইরানজুড়ে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৮৫ জন নিহত নিহত হয়েছেন। আহত ১ হাজার ৩২৬ জন। খবর আল-জাজিরার।

সংগঠনটি বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে তারা শনাক্ত করতে পেরেছে।

ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে সর্বশেষ গত সোমবার তথ্য জানিয়েছে ইরান সরকার। দেশটির সরকারি হিসাবে, নিহতের সংখ্যা ২২৪। আর আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন মানুষ। খবর আল-জাজিরার।

চলমান সংঘাতে ইরান সরকার নিয়মিত হতাহতের তথ্য প্রকাশ করছে না। সবশেষ সরকারি তথ্য প্রকাশ করা হয়েছিল গত সোমবার। সেই তথ্য অনুসারে, ২২৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন মানুষ।

আরও পড়ুন

×