ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায়, রাশিয়ার সতর্কবাতা

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায়, রাশিয়ার সতর্কবাতা

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ২১:০০ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ২১:০৩

চলমান ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায়।

স্থানীয় সময় আজ বুধবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মারিয়া জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলের অব্যাহত হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে অবস্থান করছে।

এদিকে ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এর আগে রিয়াবকভ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে উঠবে।

আরও পড়ুন

×