দক্ষিণ ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৮

ফাইল ছবি। সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫ | ২১:৪৪ | আপডেট: ২১ জুন ২০২৫ | ২২:০৩
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় জনপদ সান্তা ক্যাটারিনায় একটি হট এয়ার বেলুন দুর্ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ওই বেলুনে ২১ জন আরোহী ছিলেন। বাকি ১৩ জন বেঁচে গেছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশে থাকা অবস্থায় বেলুনটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যম জার্নাল রাজাওকে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওপর থেকে দুজনকে পড়ে যেতে দেখেছেন। ঝুড়িটি ভেঙে যাওয়ার কিছুক্ষণ পরেই বেলুনটি আছড়ে পড়ে।
তিনি আরও বলেন, বেলুনটি কোথায় পড়েছিল তা দেখার জন্য আমি দৌড়ে গিয়েছিলাম। সেখানে দুটি মরদেহ ও বেঁচে যাওয়া দু’জন ব্যক্তিকে দেখতে পেয়েছি। কাদায় ঢাকা এবং ভীতসন্ত্রস্ত অবস্থায় একজন নারী ও তার সঙ্গে থাকা একজন পুরুষকে দেখেছি।
স্থানীয় গভর্নর জর্গিনহো মেলো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, শনিবার সকালে প্রাইয়া গ্রান্ডেতে একটি বেলুন দুর্ঘটনা ঘটেছে। এতে আমরা সবাই হতবাক। আমাদের উদ্ধারকারী দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে...। এখন পর্যন্ত আমরা আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি।