শত্রুরা ইরানে হামলা করে বড় ভুল করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ০৮:১২ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ০৮:৪৫
ইসরায়েলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে’।
আজ সোমবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক মাধ্যমে প্রথম বিবৃতিতে খামেনি এসব কথা বলেন। খবর আল জাজিরার
এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘জায়ানিস্ট শত্রু ইরানে হামলা করে বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।’
বিবৃতির সঙ্গে একটি জ্বলন্ত খুলির ছবিও যুক্ত করা হয়, যার উপরে জ্বলন্ত ভবনের পটভূমিতে স্টার অফ ডেভিডের চিহ্ন ছিল।