ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইসরায়েলের ড্রোন হামলায় ইরানে মা ও শিশু নিহত

ইসরায়েলের ড্রোন হামলায় ইরানে মা ও শিশু নিহত

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ১৩:৩৬

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় এক মা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। ইরানের প্রেস টিভি এবং ফার্স বার্তা সংস্থার বরাত আল জাজিরা এ খবর দিয়েছে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জুন এই হামলাটি ঘটে। একটি ট্রাক ও একটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে হামলা হয়। কেরমানশাহের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হামলায় নিহত শিশুর বাবা এবং তোদের অন্য সন্তানও আহত হয়েছেন।

গত ১৩ জুন ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইরানে কয়েক ডজন শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

×