তেল আবিবগামী সব ফ্লাইট মধ্য জুলাই পর্যন্ত স্থগিত করল এয়ার ফ্রান্স

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২২:১১
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তেল আবিবগামী সব নির্ধারিত ফ্লাইট ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেছে ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্স।
সোমবার সিএনএন-এ পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মাঠপর্যায়ে পরিস্থিতির মূল্যায়নের পর প্যারিস থেকে তেল আবিবগামী সব ফ্লাইট ১৪ জুলাই পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আরও বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ (সোমবার) প্যারিস থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের রাজধানী রিয়াদগামী এয়ার ফ্রান্সের ফ্লাইটও বাতিল করা হয়েছে।
বিমান সংস্থাটি জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের তারিখ নির্ধারণ কিংবা টিকিটের মূল্য ফেরতের ব্যবস্থা করা হবে।
এয়ার ফ্রান্স আরও জানায়, বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে আমরা আমাদের ফ্লাইটের গন্তব্য ও যাত্রাপথে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি।