ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ, বিমান চলাচল বন্ধ

কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ, বিমান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২৩:০২ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ০০:৩৬

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার আকাশে ‘ক্ষেপণাস্ত্র ধরনের বস্তুর ঝলক’ দেখা গেছে। সেই সঙ্গে শহরজুড়ে একাধিক বিকট বিস্ফোরণও শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। এই বিস্ফোরণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নাকি ক্ষেপণাস্ত্র তা  তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় বলে জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা। এছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এ ঘটনার পর সাময়িকভাবে নিজেদের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাময়িকভাবে নিজেদের দেশের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলির কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এটি করা হয়েছে। আকাশসীমা বন্ধ ঘোষণা করা ছাড়াও কাতারের বেশ কিছু স্কুল আগামীকাল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রে ঘাঁটি ও সামরিক উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ-এ অবস্থিত। এ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। 

এর আগে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস এক ইমেইল বার্তায় ‘সতর্কতার অংশ হিসেবে’ দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়। তবে এই সতর্কতার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি মার্কিন দূতাবাস।

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা প্রতিশোধ নিতে পারে। 

যুক্তরাষ্ট্রের কাতার ঘাঁটির উপর হামলার বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে এর আগে বলা হয়েছিল। এ সতর্কবার্তার পর কাতারের ব্রিটিশ ও আমেরিকান নাগরিকদের ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে’ থাকার পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য দেয়া হয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের বৃহত্তর অঞ্চলের ব্রিটিশ নাগরিকদের সরকারের ভ্রমণ নির্দেশিকা অনুসরণ করা উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি। তিনি বলেন, কাতারে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় নেওয়ার সুপারিশ করছে সরকার। 

পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক আপডেটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের জনগণকে সতর্কতা অবলম্বন করে একই কাজ করতে বলার ফলে এই নির্দেশিকা এসেছে।

আরও পড়ুন

×