ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাময়িকভাবে আকাশসীমায় বিমান চলাচল স্থগিত করল কাতার

সাময়িকভাবে আকাশসীমায় বিমান চলাচল স্থগিত করল কাতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২৩:০৫

মার্কিন সতর্কবার্তার পর কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, আল-জাজিরা ও সিএনএন।

আকাশসীমা বন্ধ ঘোষণা করা ছাড়াও কাতারের বেশ কিছু স্কুল আগামীকাল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক কিছু পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কাতারে অবস্থানরত মার্কিনিদের সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয় দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, এক ইমেইল বার্তায় দূতাবাস জানিয়েছে- ‘সতর্কতার অংশ হিসেবে’ এই পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা প্রতিশোধ নিতে পারে।

উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত বিশাল আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

×