ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইরাকে মার্কিন ঘাঁটিতে খাইবার ক্ষেপণাস্ত্র হামলা ইরানের 

তাসনিম নিউজের প্রতিবেদন

ইরাকে মার্কিন ঘাঁটিতে খাইবার ক্ষেপণাস্ত্র হামলা ইরানের 

ইরাকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২৩:৪৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ | ২৩:৫২

ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।  

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশারাত ফাতেহ’ ও ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে।

এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি বলেছে।

আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, এই প্রথমবার এই ক্ষেপণাস্ত্র কোনো হামলায় ব্যবহার করা হলো।

সেই সঙ্গে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

×