মার্কিন ঘাটিতে হামলা তবে কি ‘লোক দেখানো’ ছিল?

কাতারে মার্কিন ঘাটিতে হামলার আগে সতর্ক করেছিল ইরান। ছবি: আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ১১:১৪ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ১১:১৫
কাতারে মার্কিন ঘাটিতে হামলার আগে সতর্ক করেছিল ইরান। এ জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিল ট্রাম্প। কিন্তু খামেনি প্রশাসন কেন যুক্তরাষ্ট্রকে আগে থেকেই সর্তক বার্তা দিয়েছিল এখন সেই প্রশ্নই সামনে আসছে।
নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত ‘প্রতীকী’। এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না।
ফ্রুহলিংয়ের মতে, ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে।
এই সতর্কতা যুক্তরাষ্ট্র ও কাতারকে এক ধরনের বার্তা যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সঙ্গেই। কারণ, সংঘাত বাড়লে তারা সামরিকভাবে পিছিয়ে পড়তে পারে, যোগ করেন তিনি।
ফ্রুহলিং বলেন, এর আগেও ইরান এমন ‘লোক দেখানো’ হামলা চালিয়েছিল, যেমনটা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর।
- বিষয় :
- কাতার
- ইসরাইল
- যুক্তরাষ্ট্র